দুখ দশমী
শ্যামা প্রসাদ ঘোষ
মা আবার আসিস!
অস্টমিতে অঞ্জলি দিল হলুদ মেয়েটা
ওকে ভাল রাখিস!
হাসছিস,না না ওসব কিছু নয়
প্রসাদের পুষ্প দিয়ে মেয়েটা বলল-
আপনি কবিতা লেখেন, আমিও লিখি
আমি বললাম তা বেশ, তবে কী জানো-
দু-জনেই কবি হলে,ছেলে খ্যাপা হওয়ার সম্ভাবনা!
মেয়েটা ঠোঁট মুরিয়ে হাসল-ফোন করবেন!
বিকেলে আমি বারান্দায় খায়-ফেসবুক
বাড়িতেও তো আসতে পারেন সাঁজে!
বললাম কবিতা ছাড়ো-অঙ্গরী নিয়ে যাব
ব্যস এই টুকুই !
মা,পারলে বঙ্গলক্ষী বাম্পারে কিছু টাকা দিস
ভাবছি সোনা আংটির মাথায় হীরে ঠুঁকে দেব
ভাবিস না,বউ আমি শখ-শাসনেই রাখব!
গরম ছুটিতে না হয় একবেলা আসিস
স্টেশন থেকে আমার বাড়ি টোটোয় দশ!!