দুই
শ্যামা প্রসাদ ঘোষ
আকাশের রঙে সাজিয়ে দেব তোকে
খোঁপায় চাঁদের টুকরো,কপালে সূ্র্য টিকা
পাখির ডানায় উড়বে তোর সুখাঞ্চল
স্বপ্ন শরীর হাঁটবে আঁকাবাঁকা !
আমার জীবন ছন্নছাড়াই থাক
আমার চোখে কাঁদুক যত নদী
নোনতা নদীর ঢেউ গুনে তুই রাখ!
আকাশের পিঠে চাপিয়ে দিলাম সুুখ
ঐ দেখা যায় মেঘের কোলে মুখ
কাঁদিস কেন বৃষ্টি হয়ে তুই
আই যোগটা শিখি-তুই আর আমি দুই!