দশে দশ
শ্যামা
ভারতবর্ষের জানলা খুলে দেখেছি সকলের সূর্য
দেখছি,মানচিত্রে মুখ বাড়িয়ে হাঁ করে থাকা কোটি কোটি গরিবগুরবা
ভাত দে রাষ্ট্র বলতে বলতে ভুলে গেছে ওরা
ভাতের দেহ
আমরা যারা মানচিত্রের উঁচু ঢিবিতে দাঁড়িয়ে দেখি
তাজ কাঞ্চনের প্রিয় প্রত্যুষ অথবা
আইফেলে চুমু খেতে খেতে মেঘে ঘুমিয়ে যাওয়া মেঘ
একদিন হয়তো
আমাদেরই সন্তান ভাত শব্দের তাৎক্ষণিক বাক্য বাজনায়
দশে পাবে দশ !!