চাবি
      শ্যামা প্রসাদ ঘোষ
একটা পোয়াতি সূর্য ও-
কানায় কানায় কাঁসাবাটি চাঁদ
আমার অন্ধকারে হারিয়ে যায়
হারানো আলোর শেষ পথটার মোড়ে !
যে দিন আমার চোখের জলের হিসাব হল-
সেদিন আরব সাগরও মুখ লুকিয়ে ছিল-
স্নাতক যোনির আবছা ছায়ার অন্তরালে!
এসব কথা কাকে বলব-
যাকেই বলি সে বলে,তাহলে তুমিই ভেঙেছ-
আমার মনের গোপন তালা!
কী করে বোঝায় আমি,কমবেশি সব মন-
এক চাবিতেই খোলে!!