ভাত
              শ্যামা প্রসাদ ঘোষ

নিঃশ্বাসে নেশা  বাঁঁচছি কই !
হরিহর হুঁকোটা আন
কলকেতে কাঁদছে আগ্নেয়গিরি
কে বলেছে নিখোঁজ কালাহারি
পৃথিবীটা পকেটে ভরে পালাস তোরা কারা
এই কঙ্কাল  গুলোর হাড়ে ক্যালসিয়াম  কম
জবাব দেবে কে!
যদি শালপাতায় শুয়ে থাকে এঁটো অন্ন—
তাতেও তোদের  হিংসে
ময়লা ধূতি চায়না তোদের হাতে—
মোমবাতি  রাজপথে!
বাঁচার আগে মরব কত—
তোদের জীবন পাতে!
চামড়াতে আমার চযíপদের ভাষা
আয়না নেই ঘরে,বসে আছি—
কবে মুখ দেখব ‘ভাতে ’!