ভারতবর্ষ
শ্যামা
ভারতবর্ষ একটি মানুষের নাম
ঠিকানা শহর থেকে গ্রামের গন্ধবিধূর বাঁক
তার জ্বরে কম্পিত হয় হিমালয়ের শুভ্র শিখা
কাঁপে বাঁশপাতা ,শ্মশানের নিবিড় লালাভ
সমুদ্র সিংহাসন থেকে নেমে-সন্ন্যাসীর মত তাকায়
সব মানুষ মানচিত্রে দাঁড়িয়ে এক ভাষায় শিকলি হয়
ভারতবর্ষ-এক মানুষের নাম
ভারতবর্ষ-নদীর মৌখিক কথায় হাঁটে
ভারতবর্ষ-সাগরের পায়ে পায়ে নূপুরের মত বাজে
ভারতবর্ষ মানে-ক্ষমার খেয়াঘাট
ভারতবর্ষ মানে-ত্যাগের তীর্থঙ্কর
ভারতবর্ষের সবমানে ভুলে যাবে যেদিন...মূর্খ..মুর্খ
সেদিন বুলেটের অক্ষর কাঁটাতারের পাঁচিল পেরিয়ে যাবে
তোমাদের স্বাক্ষর করবে ইউরেনিয়ামের পাঁচলাইন পাঠ্যক্রম
ভারতবর্ষ এক সনাতন শিক্ষকের নাম
পারলে, গৃহশিক্ষক করে নাও সাদা চোখে
বাঘে কুমিরে খাবেনা কখনও....... ঘৃণায়
পৃথিবী মানচিত্রে আদর শুনতে পাবে আঙুলের মুখে মুখে!!