বেলা শেষে
শ্যামা
গ্রীষ্মে
থাকেনা নদীজল
আমাকে বারকতক বলেছিল গল্প-গৃহিনী বই
এবার বৈশাখি নদীকে বলব
এই বর্ষা গুলো নাও
তোমার সুখচর নৌকোটি দিও একদিন
যা-কিছু বজ্রবিদ্যুত আমার
ফিরিয়ে দেব মেঘে
ঘুমের যত কালো দাগ আয়নাতে ধুয়ে মুছে মুখ
সাদা কাগজে রাখব জীবন
বেলা শেষে !!