বারোমাস্যা
              শ্যামা
ভালো আছি,কালো আলোর চাঁদ
ভালো আছি,বুনোশুয়োরের রাত
চোখের পশ্চিমে সহজ পাঠের গাঁ,ভালো আছি
যে মেয়েটা হেসেছিল আমার,
যে মেয়েটা কেঁদেছিল আমার,
তাকে কেউ বলে দিয়ো,উঠোন রোদে---
ভাসবে কাল নীল হস্তলিপির চিঠি,ভালোআছি
মেঘ সরিয়ে কে দেখে মাটির মানচিত্রের-মোহনা
নদীর নিচে নড়বড় করে নরম পাকের সকাল
চোখের আড়ালেই চোখ পোড়ে.....অসাবধানী
পরিচয়টুকু কাটাকুটি হয়,দিনের দক্ষিণ দোরে
বিকেলের কলেজ দাঁড়িয়ে দ্যাখো কাকে?
ছিটকে আসে বাংলা বিভাগের একলাইন হাসি
শিশুগাছটায় হেলিয়ে আকাশ,চেনা ডাকনামে
কার নৌকা ডুবে যায় আজ...কালোবৃষ্টির মেঘে
ভালো থেকো কাঠকয়লার-----জঘন্য জীবন
সকাল বিকাল চোখ মুছে দেব-----বারোমাস!!