বর্গা জমি
শ্যামা প্রসাদ ঘোষ
বেশ তাই হল,
আজ থেকে নতুন নিয়মেই বাঁচব,
পুরোনো সময়কে পোষ মানাব না আর!
মনে প্রাণে-
আটকে থাকা কলেজ দুপুর, আর-
এক পায়ে নূপুর পরা স্মৃতির নিশান
খুলে দেব!
শুধু অনার্সের ঘরে তাকিয়ে থাকা-
ছোট্ট ঠিকানাটাই থাক!
ও এখনো সিঁদুর শেখেনি,
ও এখনো কোলে কোলে বেড়ে ওঠা কালো টিপ!
আমার বেঁচে থাকার বর্গা জমি!!