অযোধ্যা
            শ্যামা প্রসাদ ঘোষ
আজ আমি পাহাড়
তুই সুখের ঝরনা হবি
না কেন,হাত ধরেই ঝুলবি!
আমি যদি হই পাহাড়ী শাল
তুই হ লজ্জাবতী লাল মাটি
তাতেও না, তবে ক কী?
বনোলতা না পাহাড়িয়া পলাশ!
ইচ্ছে ছিল- আমি ময়ুর,তুই ময়ুরী
কৃষ্ণ খেলা খেলতে খেলতে কাটিয়ে দেব বেলা
সূর্য যখন গড়িয়ে যাবে পাহাড়ের চামড়া ছুঁয়ে
সাঁওতালি রাখালের পায়ে পায়ে নেমে আসবে সন্ধ্যা
গাছের মরা ডালে ফুঁ দিয়ে বসাব তোকে কোলে
তুই বলবি ও কৃষ্ণ -আমি তোমার রাধা
চোখে চোখ ডুবিয়ে বলব-ধ্যাৎ,আমি তোর অযোধ্যা!!