এতকাল পরেও
শ্যামা প্রসাদ ঘোষ
ইচ্ছে করে খুব -তোকে একবার দেখি
যতটা সম্ভব দূর থেকে ,চোখ চুবিয়ে -চুঁইয়ে চুঁইয়ে
আজও ভাবি সেই নাকছাবিটা আছে না বদলে গেছে
রূপোর মাদুলিটা রূপ হারিয়ে রাগ করছে কী তোর রূপে
চিনা বাদামের ঠোলার মত ঠোঁটে সেই মাটি মাটি গন্ধ
স্রোতহীন নদীর মত চোখে কাঁপা কাঁপা সাদা ছায়াছবি
তারপর লজ্জায় লাল হয়ে যে মানুষ টাকে ভরসা পেতিস
সে আজও কলমের কিরণ কৌতুহলে বাঁচিয়ে রাখে তোকে
কারণ ,যতটুকু বাঁচিয়ে রাখতে পারি ততটুকুই বেঁচে থাকি
জীবনের যতটুকু জ্যোৎস্না জ্যোতি আজও তোর জন্যই তুলে রাখি!!