আমার শান্তি
শ্যামা প্রসাদ ঘোষ
ঘুম ভেঙে গেল,তুমি কী ডাকছিলে ?
কেউতো নেই,কিছু নেই কেন কিছুতেই?
চারিদিকে মাড়ের মত আঁঁঠালো অন্ধকার-
আমি যেন একটা ভাত,ভাগের না ভোগের জানিনা!
মাঝে মাঝেই এমন হয় কেন-----গ্যাস অম্বল?
তোমার কিছু কিছু পথহারানো শব্দ আমার কাছেই থাকে-
ওরাও-তো এখন জেগে নেই,তাহলে ডাকল কে?
মরদ শব্দ নয়,রোগাও নয় -কিছুটা ছিপছিপে?
আমার আগুনে ফাগুনে কোথাও নিচ্ছিদ্র শান্তি নেই-
থাকবেই বা কী করে? অনুমোদিত অনুরাগের বারোয়ানা ভাগই তো দিতে হল মথুরার মাষ্টার কে !
রক্ষে,তোমার নজরদারি ততোটা নেই,থাকলে-
স্বপ্ন দেখতেও আমাকে হয়তো চাঁদে যেতে হোত!
সে খরচাও অনেক,কিছু অনার্সের বইপত্র,সাদা ওড়না,কালো টিপ আর লোকাল বাসের টাইমটেবিলের এক কপি জেরক্স!!