আমার শহর
শ্যামা প্রসাদ ঘোষ
শহরটা ঘুমাচ্ছে কোলের শিশুর মত ছড়িয়ে
মানুষের নিঃশ্বাস গুনছে বাড়ির ছাদের গাছ
অন্ধকার হাত-পা মিলে বসে শহরের বহুতলে
কালো মাথায় সাদা চুলের মত জ্বলছে পৌরবাতি
পথ ভুলে বাতাস আসছে আমার কাঙাল কোলে
চোখ খুলে দেখ,তোমার বিছানায় আমার নিঃশ্বাস
আমার চোখে এখন কালিয়া মেঘের চোর পুলিশ খেলা
বিদ্যুতের আলোয় মেঘ খুঁজে পায় তোমার বাড়ি
তোমার চুলের বেণীতে ধাক্কা খায় আমার চোখ
বৃষ্টি মুছব বাড়িয়ে দেবে কী তোমার হলুদ শাড়ি
এ শহরের বুকে সকাল হতে এখন-ও অনেক বাকি
এসো আজ থেকে এ শহরে আমরা দুজনেই থাকি!!