আমার মন
শ্যামা প্রসাদ ঘোষ
ঝড় থামল মনে,
তুমি তখন ভিজে চুলে রোদ দিচ্ছিলে গুনে
এখন মন শান্ত,টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গালে
মেঘ জমেছে খুব -মনের আড়ালে!
ওরনা আকাশ উড়বে কখন মনে,
চন্দ্রমুখি লুকোচুরি খেলবে মেঘের বনে
বিজলি বকুল হাসবে মিঠি মিঠি
মনের ঢাকে নাচবে কখন কাঠি!
তোমার এ-সব হয়,
কারোর জন্য মন করেছ ক্ষয়
দেখো,আমার মনে রোদ উঠেছে বেশ
এই যা,খোঁপার ফুলে হারিয়ে গেল দেশ!!