আলোতে ভয়
শ্যামা প্রসাদ ঘোষ
আমি আছি বেশ
দিব্যি চলছে ,দিপ্-দিপ্ বক্ষদেব হাপর
দুপুরের ঘুমে আলোর প্রতুলতা
কালো তেঁতুলের টকে ওটাকে আপাত ঢেকেছি
রাতের গদ্যে বদল আনতে হবে,বিপ্লবিনি--
চোখ খোলো সুমনা বোস
তোমার কবিতায় মাথা রেখে রুদ্রাক্ষে পাঠাব
ঝিন ঝিন উঃ
তারপর ভাঙব আঁধারে -দইয়ের হাড়ি
আঃহা কি-সুখ,কি-সুখ আন্দোলনে
ও-ঈশ্বর ঘুমিয়ে পরো-
তোমার আবার হার্টের অসুখ
আমাদের আজ রাত হবে---
শরীরটাও অনেক খানি ছড়িয়ে ছিটিয়ে
একটা স্বপ্নপাত্রের তলায় হাত রেখেই শোবো
সকাল হলেই ফুরিয়ে যাবে সুমনা বোস
বাসি ফুলের গন্ধ ফিরিয়ে দেবে মাটি
আলো শাসনে শুরু হবে সবুজের পাঠশালা
আর দেরি নয়, অক্ষরে ঘুম পাঠাও সবুজ মেঘ!!