আজ আমরা
শ্যামা প্রসাদ ঘোষ
মাটির ময়ানে মিশছে তরুণ রক্ত
বাতাস বাঁধছে বারুদের ব্যারিকেড
বুলেট কমায় প্রতিবাদের ব্যথা
মায়ের কোলে কান্না মাখে লাশ
মিথ্যে হোক আমাদের নিঃশ্বাস
ফুলের গন্ধ ফুরিয়ে যায় ফুলেই
বাতাসের পিঠে বাড়ি মেরে কী লাভ
দেখি কথার ঠোলে শুধুই ভয়ের আঁটি
এসো,আমরা সবাই আঙুল ধরে হাঁটি !!