অ-কবি
                  শ্যামা প্রসাদ ঘোষ
আমি কবি নই,তবু -
যুবতী বুকের দু-খান দাঁতের টান টান হাসিতে
আমার কলম সোজা হয়!
আমি নিছক ছাপমারা ভদ্রলোক
অ-কবিদের অহংকার,অথবা-
কবিতা বাড়ির গোঁজে বাঁধা শব্দ!
কবিতা আমার ঠিক আসে না
যেমন ভাবে ভাতের থালায় হাতটা যায়!
যখন আসবে তখন হয়তো বাঁধানো দাঁত-
প্রেসক্রিপশনের পোঁদে দাগ দেওয়া লাইন-
আমার চশমার কাচ চেঁটে খাবে
আমার শক্ত বিষয় চিবিয়ে খাওয়া বারণ-
তুমি জানোনা সরমা?
কাছে এসো-আলো ছায়ার মত!
মিটকেস টা খোলো,একটু চুষি !!