এ ভাবেই আমি
শ্যামা প্রসাদ ঘোষ
আকাশ নীলে ছোপ ছোপ সাদা মেঘ
নদীর ধ্বজায় কাঁপা কাঁপা কাশফুল
রোদের রসে নরম পাকের দিন দুপুর
রাস্তায় ব্যস্ততা বদলাায় ঘড়ির পায়ে
নতুন সুতোর গন্ধ ফুটপাত দোকানেও
দেখি, ঢাক ঢোলে পাঠ নেয় মুচি
কাঁশির কই কই কানায় কানায়
এত কিছুর পরেও মনে হয়
যে আসছে আসুক
আমি চলে যায়!!