এভাবেই
                        শ্যামা প্রসাদ ঘোষ

তুমি ঠিক ধরেছো-----
কিছু অস্থিরতায় আমাকে বাঁচতে শেখায়!
থালা বাটিতে আওয়াজ তোলাই জীবন ?
জ্যোৎস্নার আঁচলে বন্দি করে দুটো ফুলের সকাল,আর
নিয়ম করে চাঁদের গর্তে ঢিল ছোরা-
এটুকুতেই থেমে যাবো?
আর কিছু?
আর কিছুই না?
রস মরে ক্ষীর হওয়া লাল মাটি ছাড়বে আমায়?
হাত-পা মিলে বিকেলের পায়ে পায়ে যে পথ আজ পাগলাগারদে,সেও করবে ক্ষমা?
তবে তাই,আলোটা জাগিয়ে দাও-
হেমন্তকে বলো আর একটা লেপ আমার চাই-ই!
প্রস্তুুতি,তুমি দাঁড়িয়ে থেকোনা আর -চৌকাঠে!
উনিশ জমানো অহংকারের উচু নিচুতে শুরু হোক-ভোর ভাঙার লড়াই!