একুশের রক্তস্রোত ভাষা

কেড়ে নিতে চেয়েছিলে সেই
মায়ের কাছ থেকে অর্জিত,
বঙ্গের রক্তে মিশ্রিত
ধরণীর মধুমেয় ভাষা
আমার এই বাংলা ভাষা।

বাংলার রক্তে মাংসের সাথে যে,
ভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য,
সেই ভাষা কি আর কেড়ে,
নেওয়ার ভাষা।
বাঙালির কন্ঠে সুমধুর সেই
গানের ভাষা
কবির কাব্যে ব্যক্ত হওয়া,
বিদ্রোহী ভাষা।
বাঙালিরা ছেড়ে দেন না।

বাঙালির মুখে সেই ভিনদেশি ভাষা
কি মানায়?
হয়েছি বাঙালি এই বঙ্গ ভাষাকে
ভালোবাসায়।
তাইতো সেদিন অকুতোভয়ে প্রতিবাদ
করেছিলাম ঢাকার রাস্তায়,
বীরত্বের মাধম্যে স্বর্ণাক্ষরে লিখিত হয়
শহিদদের নাম।
তাদের রক্তে রঞ্জিত হয় ঢাকার পথ।
তাই পেয়ছি আমার সেই মায়ের
স্রুতিমধুর ভাষা।