“তোমায় বেসেছি ভালো, জেনে রেখো”
স্বাগতা
“কেন বিশ্বাস করবো তোমায়?”
“করবো প্রমাণ, দেবে একটু সময়?”
“কতটা সময় চাই তোমার?”
“একটা জীবন সমান সময় দাও…
তোমায় নিয়ে দেবো পার!”
“একটা জীবন!
সে তো অনেক বেশি!”
“চোখের পলক মাত্র…
যদি থাকি পাশাপাশি।”
“আচ্ছা! কি দেবে আমায়?
আকাশের চাঁদটা পেড়ে?”
ঠোঁটের কোণে বাঁকা খঞ্জর…
ব্যাঙ্গ ভাঙে নারীর স্বরে।
“কোনও শপথে নেবো না তোমায়,
ছিলাম ‘আমি’…দিয়েছি তাই।”
পুরুষ ঠোঁটের চাপা হাসি,
প্রতিজ্ঞা কঠিন, কোনও দ্বিধা নাই।
“যদি ফিরিয়ে দেই?
যদি বলি অপেক্ষায় থাকো...তবে?”
“যদির হিসেব তুমিই করো-
আমার ‘অপেক্ষা’ টা হলেও হবে।।”