“অস্তিত্বহীনের অনন্তে”
স্বাগতা

আকিলিসের তরবারির
সূর্য ছটা নই,
বহু ব্যবহারে ক্ষওয়া
কোনও কামারের হাতুড়ি… হয়তো!

ওডিসিউস এর ঘরে ফেরা নই,
পেনেলোপের প্রতীক্ষাও নই-
চিবুক ছুঁয়ে যাওয়া সম্রাটের আদরে
কোনও হারেমের শুকনো উষ্ণতা কেবল।

অর্জুনের বাণে বিদ্ধ
ভীষ্ম নই, দ্রোণ নই, কর্ণ নই!
অজস্র শবের কবরে
নাম-না-জানা সৈনিকের
শেষ শ্বাসের বিপুল ভার আমি।

হেলেনের প্রার্থনা-
দ্রৌপদীর প্রতিশোধ নই।
কাতর বিধবার ছেঁড়া কান্না ভেজা
ভবিষ্যৎহীন প্রলাপ-
আমার পরিচয়।

মহাভারত নই।
তবু মহাকাব্যের পথে
আমার হাঁটা।
বিরামহীন হারিয়ে চলা
দূর থেকে দূরে-
নিজ থেকেও বহু দূরে
আমার গন্তব্য-

কারও দানে নেই পূর্ণতা,
আমার শূন্যতায় নেই কারও ভাগ,
স্পর্শে অধরা আমি-
তোমার প্রজন্ম রক্ষায়।

বাঁধতে চাই, বাঁচতে চাই,
জড়াই, জুড়াই-
ধরা দিতে চাই, পারি না-
দুরের হতে চাই, ছাড়ি না-

অনন্ত মুক্তির আস্বাদে
অভিশাপ আমার।।