“বোহেমিয়ান”
স্বাগতা
একটা বোহেমিয়ান জীবন চেয়েছিলাম!
ক্ষুদ্র চাওয়ায়-ছোট্ট জীবন,
বাঁধন ছাড়া- শেকল ছেঁড়া-
চেয়েছি বোহেমিয়ান জীবন।
লক্ষ্য ছিল বোহেমিয়ান হবো।
তারপর-
লক্ষ্য স্থির করতে করতে
ছুটতে ছুটতে ছুটেই চলি...
নিজের ভেতর সবার হয়ে
বেঁচে নিয়েছি কখন কবে!
অনেক জুড়ে একটা জীবন,
হেসে কেঁদে জড়িয়ে গেছে।
তপ্ত ক্ষোভে, উষ্ণ প্রেমে,
মহল মহল দরজা এখন!
চাই নি! চাই নি!
চিন্তা ভেঙে চিৎকার আসে!
শেকল ছেঁড়ার টানটা দিতেই-
ঝনাৎ ঝনাৎ!
শেকল খুঁজি- শেকল তো নেই!
বাজল কোথায়?!
খেয়াল হোল হাতের মুঠোয়
শ্রমের ওমে শীতল ধাতু
বেশ আরামে গুছিয়ে আছে!
অনেক মাপের চাবির গোছায়!
আবার শুনি... দুবার শুনি!
ঝনাৎ ঝনাৎ!
আমায় ঘিরে জীবন নাচে-
চাবির ছন্দে, নূপুর পায়ে।
লক্ষ্য ছিল বোহেমিয়ান হবো।
জীবন ছুঁতে পথ ছুটেছি,
জীবন ছোটে, আমিও ছুটি!
বোহেমিয়ান লক্ষ্যপথে...।।