“বাসর”
স্বাগতা

“দরজা খোলা…”
“তো?”
“পর্দা নেই তো জানালাতে!”
“তো?”

“মানে বোঝো না তুমি?”
“মানে বোঝো না তুমি।

তোমার শৃঙ্গারে
অলঙ্কারের জৌলুস নেই আজ,
নকশার তীক্ষ্ণতাও নেই,
আছে ফুলের মৌ-বাসে
মাতাল হওয়া...
নীরব আহ্বান।”

“তো?”

“প্রয়োজনে নয়
এখানে প্রেম আকর্ষণে।
বাধ্যতা নয়
নৈকট্য কৌতূহলে।

স্পর্শে আবিষ্কার আছে
দখল প্রতিষ্ঠা নেই।
চুম্বনে তৃষ্ণা আছে,
দাবী আছে,
অধিকার লুটে নেয়া নয়।

তোমার চুলের ঘ্রানে
গ্রীবার বাঁকে
আমার বিলিয়ে দেয়া আছে,
পেশীর পেষণে
ছিনিয়ে নেয়া নয়।

মিলন চাওয়ায় উত্তাপ আছে,
কামনা দগ্ধ হওয়া নেই।
আজ সঙ্গম হবে উদ্দাম...
উন্মত্ততা তো নয়!
সর্বস্ব নয়, পূর্ণতার আকাঙ্ক্ষায়।”

“সবাই জানবে...”

“সবাই জানুক—
কিসের বাধা! কিসের দ্বিধা?
কোন নিয়মে বাঁধবে অভিসার?
কেন ভয়? কি হারানোর সংশয়?
যা আমার, আজ
তারই মাঝে আমাকে লুটাবো!
আমার বিশ্ব পেয়েছি আমি
পুরো ব্রহ্মাণ্ডকে জানাব!
জানুক মহালোক,
সাক্ষী থাক মহাকাল...
আমি ভালবেসেছি।।”