সন্ধ্যা তারার আলোর মতন চিনি তোমারে, আমি চিনি
দেখ, ভরা সন্ধ্যায় আকাশের বুকে তারার রিনিঝিনি!
দেখ ওই মৃদু আলোয় আজ আকাশ মাখামাখি
তাই অজান্তে সুখে, তোমার সম্মুখে চমকিত চোখ ঢাকি।
তোমার মলিন চোখের তারাও জ্বলছে তারার মত
না জানি তাতে দুঃখ কতই, সুখ বা আছে কত!
জানো?
কি গো বলো না-
জানো, তুমি জানো- আমি জানি
তুমি বোঝো, সবই বোঝো আমি মানি,
শুধু দেখতে পারিনা তোমার চোখের পানি!
আধখানা চাঁদ বাঁকা হয়ে ঐ ঝুলছে দূর আকাশে
শিমুল ফুলের গন্ধে মাতাল বাতাস আশেপাশে,
ইচ্ছে করে ঐ বাঁকে বসে দুলিয়ে দু’খানি পা
করি চাঁদের গায়ে হেলান দিয়ে তোমার অপেক্ষা।
শোনো না,
একখানা হাত কপালের পরে, একখানা হাত দোলে,
বাতাসের তালে মনটাও সাথে দোলে-
সুখে কণ্ঠটা যায় খুলে!
গাইবো গান? বলো শুনবে?
রাগ রাগ, যত অভিমান সব যাক ধুয়ে মুছে যাক
শুধু সন্ধ্যাতারার সাথে তোমার হাসিটুকু মিশে থাক
আর থাক সাথে চাঁদের আলোয় তোমার চুলের ঘ্রাণ
সত্যি বলছি আর কিছু ওগো, চায় না আমার প্রাণ!
আমি তোমায় রাগাতে চাইনি-
শুধু চাঁদের আলোটা দেখাতে চেয়েছি;
তাইতো তোমায় অভিমান করে থাকার সুযোগ দিয়েছি!
তুমিও তো এক ফালি চাঁদ-
অন্ধকারেও আলো করে রাখো আমার মনের ছাদ!