নম্র নীলাম্বর চেয়ে থাকে যদি,
পথ তো হারাবে, সখি, আঁকাবাঁকা নদী!
ধেয়ানে-খেয়ালে যদি পথ নাহি চলে,
মুদিবে চোখের পাতা ভেসে আসা পলে।
নীল রং প্রিয় তুমি,
তুমি প্রিয়, নীল –
নম্র নীলাম্বর হাসে খিলখিল!
অবুঝ শিশুর মত চেয়ে থাকো যদি,
পথ তো হারাবেই, সখি, আঁকাবাঁকা নদী!

কাশ ফুলে ঢাকা নদী –
পদ্ম-কমলে,
সুরের সাধনা তার কূল জুড়ে চলে।
হেঁটে যদি যাও সেথা,
দেখিবে প্রেমের লতা
বইছে সমানে –
সুরের আসর ঐ ভেসে যায় গানে!
ওগো, লাজুক সে চোখে তুমি চেয়ে থাকো যদি,
পথ কেন হারাবো না, বলো – আঁকাবাঁকা নদী?

ছিল একরাশ ভুল,
যেথা জল শুকিয়েছে – মরা সে নদীর কূল!
বসে সেথা ভাবিনু মনের যত পাপ –
উড়ে আসে বালু কণা আর অনুতাপ।  

চোখ জুড়ে নামে ঘুম,
রজনী কোথায় তুই?