আমার ছেড়া খাতায় তোমারই নামে
লেখা যত কবিতা
ডাকছে তোমায়, “ও শ্রেয়সী”
শুনতে কি পাও সেই ডাক?
তবে ফিরে এসো, এসো কাছে
অভিমান যত আছে,
না হয় তা পিছনেই থাক?
এ খাতা ভরা যত কাব্য
তোমায় ঘিরেই তার জন্ম-চেতনা আর
তোমায় ঘিরেই যত স্মৃতি সমাহার!
বলো, কিভাবে তোমায় ছাড়া থাকবো?
যত রাগ, প্রেমে মিশে ধুয়ে মুছে যাক-
তুমি, ফিরে এসো, এসো কাছে
অভিমান যত আছে,
না হয় তা পিছনেই থাক?