বহুকাল ধরে আমি আছি তোমার কাছাকাছি,
তবু কেন মনে হয় যেন কাছেই পাইনি তোমায়?
মনে নেই সেই কবে হাঁটতে শুরু করেছি তোমার পাশে পাশে
মনে নেই সেই কবে আমার রংধনু মিশেছে তোমার চেনা আকাশে!
বহুকাল হল এই পথেই আমার বিচরণ,
নিমগ্ন তোমার পানে ছুটে চলেছি প্রাণপণ।
তুমিও বুঝি ব্যাকুল আমার তরে?
ঝরাও অশ্রু একাকী, অগোচরে?
ঝরা শিউলির অর্ঘ্য চাদর পরে,
মেশে সে অশ্রু কুহেলির খেলাঘরে।
দেখেছি তা আমি।
তবুও বুঝি নি ও অশ্রুর মানে,
ভেবেছি স্বপ্ন দেখছি অকারণে।
তোমার চোখের চাওয়ায় ও আজকাল রহস্য বোধ হয়।
ও চাওয়া কি শুধুই চাওয়া-
আর কি কিছুই নয়?