কবির কলমে ফুঁটিলো কদম
ভূলোকে জাগিল প্রাণ
অনন্ত ধারা ধরার উপরে
রচিল অমৃত গান!
মরিবে বাহন মিটিবে ধুলায়
এলোমেলো কেশ তার
বহিয়া চলিবে তবুও, তাহার
তেজ বড় দুর্বার!
অনন্ত ধারা অনন্তকাল
রহিবে ধরার পরে
কাজল কালো তেজস্বিনী
ডাকিবে আপন তরে।
রুধিয়ো তাহারে তুমি!