হাজার বছর ধরে পথ হেঁটে গেছি
তবুও নিতে পারিনি বুক ভরে শ্বাস
নিজ মাটি, ভরা নদী সবই পেয়েছি
পাই নি শান্তি অন্যের হয়ে ইতিহাস।
শত শত বছরের গোলামীর জালে
আটকে ছিলাম কত শত ভিন দেশী
ভূমি লোভিদের হাতে, কত ছলে বলে
কৌশলে খোয়েছিলাম অনধীন শশী।
হাজার বছর পর অক্লান্ত অভীক
এক পথিকের অগ্নি ঝরা আহ্বানের
তরে দাসত্বের বিধি ফেলে ছুড়ে, ছক
কষি পরাধীনতার শিকল ভাঙ্গার ।
কত শত শতাব্দীর পর রক্ত দিয়ে
পেয়েছি মুক্তির সুখ সর্বস্ব হারিয়ে।
১৩/ ০২/২০১৯ইং
টোলামোর, আয়ারল্যান্ড