বিচ্ছেদ মানেই শেষ নয়।
প্রতিটা বিচ্ছেদ দিয়েই নতুন জীবনের শুরু,
কিছু কিছু দূরত্ব, কাছে থাকার মূল্য বুঝায়,
কিছু কিছু বিরহ, কাছে পাওয়ার আনন্দকে ফের মনে করিয়ে দেয়।
পেয়ে হারিয়ে ফেলার বেদনা যেন আকাশ থেকে
উজ্জ্বল একটি নক্ষত্রের ভূমিতে খসে পরার মত।
ঝড়ের প্রবল গর্জনে জাহাজীর আর্তনাদ মিশে যায়
মহাপ্রলয়ের মহা স্রতের সাথে।
ডুবে যায় জাহাজীর জাহাজ মাস্তুল, মুছে যায় জাহাজীর অস্তিত্ব।
কিছু কিছু চোখের জল বৃষ্টির জল ধারায় ধুয়ে যায়,
সব বৃষ্টিই সুখের হয় না কিছু কিছু বৃষ্টির শীতল ধারা
তীরের ফলার মত বুকের ভিতরটা চিরে ফেরে রেখে দেয়।
সব বিচ্ছেদই মহাবিশ্বের ছায়াপথে ছড়িয়ে থাকা
অগনিত নক্ষত্রের মত সাত আকাশ- সম স্মৃতিই রেখে যায়।
টোলামোর/আয়ারল্যান্ড
০৫/০৭/২০২১ইং