এক খণ্ড কাল মেঘ উড়ে যায় মাথার উপরে,
কাশ ফুল, বাঁশ ঝার, আর ভরা নদীটার পারে,
তুমি আমি বসে আছি বৃষ্টির কামুক ঘ্রাণ নিব
বলে, বৃষ্টি ভেজা আজ এই ভরা পূর্ণিমার রাতে।
মনের গোপন সিন্দুকের ডালা মেলে দিয়ে দূর
নক্ষত্রের মত ছড়িয়ে দিলাম তোমার আকাশে
আমার ভালবাসার গুপ্তধন।আর বিনিময়ে
তোমার হৃদয়ে জমে থাকা নীল দুঃখের বন্দরে
করতে দিয়ো আমায় বিচরণ, গাং চীলের মতন।
ঝিঁঝিঁ ডাকা এই রাতে চল তুমি, আমি মিশে যাই
ঝিঁঝিঁ দের ঝাঁকে, চল না হারিয়ে যাই কোন এক
অজানায়, কোন এক রূপকথার জাদুর দেশে।
ছন্দ- অক্ষর বৃত্ত
টোলামোর আয়ারল্যান্ড
৩০/০৪/২০১৮ইং