(পেত্রার্কীয় ছন্দে লেখা)

অন্ধ মনের জানালা বন্ধ আছে যত
খুলে যাক সব এক ঝড়ো হাওয়ায়।
জ্বলে উঠুক প্রদীপ স্বৌজঃ ধাওয়ায়    
মুছে যাক হৃদয়ের, যত আছে ক্ষত।  
আচাভুয়ো অসম্বর জীবনের মত
হৃদয়ে জ্বলে আতস, গুপ্ত ছাওয়ায়,  
ঝরুক বারি হিয়ার খোলা দাওয়ায়,  
ধুয়ে মুছে যাক কষ্ট আছে যত শত ।

মোর এই বন্দনায় আসুক শ্রাবণ
যাহার হিয়ায় জ্বলে চিতার আগুন,    
যে আগুনে পুড়ে হচ্ছে অমিথ্যার ছাই।
উড়ে যাক ঝরে যাক, ক্লিষ্টের প্লাবন
পোড়া মনে বসন্তের আসুক ফাগুন
এই কামনাই শুধু আমি করে যাই।  

টোলামোর, আয়ারল্যান্ড
১৩/০৮/২০১৫ইং