(শেকসপিয়রীয় ছন্দের লেখা একটি সনেট)
হিয়ার গভীরে নীল দুঃখের বন্দরে
নোঙ্গর ফেলেছে কাল বারিদের ভেলা ।
গহিনের ডাক যায়, শোনা এ অন্তরে
নির্লিপ্ত ঝড়ে অশ্রুর নিষ্কলুষ খেলা।
মনের বাতি ঘরের আলো নিভু প্রায়
দিক হারা জাহাজের পাল ছিঁড়ে যায়।
ছেঁড়া পাল,ভাঙ্গা হাল, বেলা যে ফুরায়।
বেলা শেষে অবশেষে দিশা নাহি পায়।
ঝিঁঝিঁ ডাকা রাতে আমি, খুঁজে মরি তারে
সে আছে কোথায় কোন দূর অজানাতে ।
বেলা শেষে ঐ আলোর দিশারীর তরে
যেতে হবে বহু দূরে নিশি কাল রাতে।
শত কাল বিভাবরী পার হয়ে শেষে
তোমার আলোর সাথে গেলাম যে মিশে ।
১৭/০৫/২০১৫ইং
টোলামোর, আয়ারল্যান্ড।