আমি দেখেছি অন্ধকারের গহীনের তাজা ক্ষত,
যে ক্ষতের দাগ মায়ানেকড়ের আঁচড়ের মত গভীর।
খুব সচেতনে অঙ্কিত নখের আঁচড় গেঁথে আছে বুক জুড়ে,
অনাবরত রক্তক্ষরণ হৃদপিণ্ডের ক্ষত থেকে,
যতক্ষণ না মৃত্যু নামক শীতলতা এসে গ্রাস না করে।
আমি দেখেছি এই নরক শত হাজার বছর ধরে,
সত্য সৌন্দর্য আর দিবাকরের রুগ্নতায় এখন অন্ধকারের সময়,
এখন স্বর্গে হবে অন্ধকারের আগ্রাসন আর নরক হবে সাদা,
সত্য হবে মিথ্যা আর মিথ্যা হয়ে যাবে সত্য,
সেখানে সাদা হবে কাল আর কাল হবে সাদা,
আর সঠিক হবে নিদারুণ এক ভুল
ভুল হবে এক মহা সত্য।
২৩/০৫/২০১৬
টোলামোর, আয়ারল্যান্ড