এই জগতের বাইরেও আরো অনেক জগৎ আছে,
এই জীবনের ভিতরেও আরো অনেক জীবন আছে।  
আমার চলার পথ এই ভুবনে থেকেও অন্যভুবনে ,
যেন একটা রেললাইনের উপর দিয়ে দুটো গাড়ির
এক সাথে একই সময় মুখ মুখি ছুটে চলা,
যেন একই সাথে, একই সময়, দু’টো সুতোয় গাঁথা।  


দুই জীবনের মাঝে আছে একটা অদৃশ্য সমান্তরাল রেখা ।
এ যেন আয়না ঘরে দাঁড়িয়ে অসংখ্য প্রতিবিম্বের সাথে    
নিজেই নিজেরর সাথে লুকোচুরি খেলা।
কোন প্রতিবিম্বটা সত্য আর কোনটা যে মিথ্যা
নিজেই নিজের মধ্যে যেন বিশাল এক গোলক ধাঁধাঁ।  


টোলামোর,আয়ারল্যান্ড
১৪/০৩/২০১৬ইং