সেই কবে এক ফালি রোদ গাঁয়ে মেখে
বট বৃক্ষের ছায়ায় বসে শরতের
নীল আকাশ দেখেছি, বাঁকা নদীটার
চোখ ঝলসানো রূপে হৃদয়টা রেখে
চলে এসেছি অন্যের ভূমি সুখ দেখে ।
নিজো স্বর্গ রেখে দুরে, ভুল স্বপনের
রঙ্গিন পাল তুলেছি, উম্মাত্ত লোভের
উত্তাল অথৈ সাগরে, আলোহীন সুখে।
ঐ ধূলা মাটির গন্ধ, সারা গায়ে মেখে
চোখ বুঝে শুতে চাই খোলা আকাশের
নিচে। ঘামে ভেজা দেহ নিয়ে হয়ে ক্লান্ত,
নিজো ঘরে যেতে চাই স্বপ্ন ভরা চোখে।
পরবাসী হয়ে থাকি স্বপনে বিভোর
অবিচল মরুঝড়ে হৃদয় অশান্ত।
টোলামোর,আয়ারল্যান্ড
২৫/১২/২০১৮ইং