এই অবেলায় কিছু কাল মেঘ দূরে ভেসে যায়
আমার এই ধূসর অবসন্ন মনের কোনায়।
সাদা পাঞ্জাবীর ছেড়া পকেট থেকে তোমার দেয়া
শেষ চিঠি উড়ে চলে গেছে ব্যস্ত কোন নগরীর
কোলাহলে দৃশ্যহীন ব্যস্ত এক সময়ের চক্রে।  
এই ঠোঁটে চেপে থাক চুরুটের তীব্র সোঁদা গন্ধ
তোমার আদুরে চুম্বনের স্বাদ পুড়ে যেতে দাও,
নিভে যেতে দাও সব প্রেমহীন প্রদীপের আলো।
ভালবাসা নির্বাসিত তোমাদের এই নগরীতে,
যেথা পীচ ঢালা পথে পথে গোলক ধাঁধাঁর খেলা ।
সেই কবে থেকে এক সুরে বেজে যাচ্ছে দোতারাটা,
সেই সুরে পুড়ে মরি একা এই ভরা জোছনায়।
অন্ধকার সাগরের নিরুত্তাপ ঢেউ গুলো নুয়ে
পড়ে শীতল অশ্রুর সাথে মিশে বুকের পাঁজরে।
নিসাড় বিকেলে ধূসর আকাশে চেয়ে থাকি একা,
হয়তো আবার হবে দেখা কোন এক অবেলায় ।

ছন্দ অক্ষর বৃত্ত-৪/৪/৪/৪/২
টোলামোর,আয়ারল্যান্ড
২২/০৬/২০১৯ইং