রক্ত পিপাসু পিশাচ এখনো তৃষিত,
নরখাদকের নেশা কোমল শরীর,
বোবা কালা বিবেকের ভয়াতুর স্রোত।
এখনো অনেক রাত নতুন সূর্যের
আবির্ভাবে ঝলমলে ঘোলাটে শহর।
রক্তের নেশায় আজো এ হৃদয় চুর।
ঘন কাল মেঘ গুলো বৃষ্টি ঝরায় না,
মধ্য আকাশে জমাট বেঁধে বজ্র সহ
রক্ত ঝরায় নিভৃতে নিরবে অজানা
অচেনা এক শহরে। জং এ ধরা লৌহ
কণাগুলো ধূলহয়ে মিশে রণ ব্যূহ
ভেদ করে গড়ে উঠে ভিন্ন এক গ্রহ।
পাখিরা আজ আকাশে উড়ে না এখন
ওরা উড়া ভুলে গেছে শিকলের ভারে
যে শিকল পাখিদের কালের লিখন।
ক্ষুধার্থ কামী বিকার মস্তিষ্কের তরে
ভয়ার্ত চিৎকার যেন খেলা সুরে সুরে
রক্ত রক্ত রণধ্বনি অথৈ উগ্র ঘোরে।
চন্দ্র ঝরা রাতে আজ জোনাকির সাথে
শিকল ভেঙ্গে পাখিরা উড়ে গূঢ় পথে।
টোলামোর,আয়ারল্যান্ড
২৫/১/২০১৯ইং