অন্ধকারের গর্ভেই জন্ম নেয় আলো,
আবার আলোর বুক চিরেই আঁধার,
আলো আঁধারের ফাঁদে সব এলোমেলো।
নিশাচর স্বপ্নগুলো বোহেমিয়ানের
মত ঘুরে খুঁজে ফিরে ঘুমন্ত দু’চোখ।
কেউ কারো নেই আজ, শত ব্যস্ত হয়ে
যন্ত্রের দর্পণে খুঁজে অসমাপ্ত সুখ;
ধ্বস্ত চন্দ্র অস্ত যায় তার ওষ্ঠ ছুঁয়ে ।
শত কোটি নক্ষত্রের আলো যায় মিশে
মহাকালের অতল গহ্বরের স্রোতে ।
প্রতিষিদ্ধ স্বপ্ন গুলো থাকে ছদ্দবেশে,
স্পর্শাতীত আলেয়ার আলো কাছে পেতে ।
ঝলসে যায় চামড়া আগুনের তাপে
রূপের মোহতে তনু থর থর কাঁপে।
টোলামোর, আয়ারল্যান্ড
০৪/১০/২০২০ইং