নীল আকাশ আর নীল নেই সেই কবে হয়ে গেছে বেগুনী,
বেগুনী আকাশে সূর্যটা ডুবে গেছে রক্তের লাল রঙ্গের সমুদ্রে।
এই রক্ত বয়ে আসছে যুগ যুগ ধরে শত হাজার বছরের গ্নানি থেকে।
এই কথিত সমাজের শানে কত বার যে আমি পরেছি ফাঁসি,
ঐ শক্ত সোনালি পাটের দড়ি আমার গলায় ফেঁসেছে কত হাজার বার।
কখনো বিদ্রোহের অভিযোগে, কখনো প্রেমীক  হওয়ার অপরাধে।
জঙ্গল ছড়েছি শত লক্ষ বছর আগে,  কিন্তু এখনো সভ্য হতে পারি নি।  
প্রেমের ভাষা এখনো বুঝি নি বুঝেছি শুধু কামের ভাষা,  
এই সভ্য সমাজে শুধু দুটো বিষয়ই রয়ে গেছে,  
এক ক্ষমতার লোভে মাতাল হওয়া আর কামের জ্বরে শরীর পুড়ে ছাই হওয়া।
মানবতা আর ভালবাসা দুটোই এখন পশ্চাৎ মুখি, শত হাজার বছর পূর্বে।
চল তুমি আর আমি পশ্চাৎ মুখি হই, এই সভ্য সমাজ ছেড়ে… ।  

০২/১০/২০১৭ইং
টোলামোর,আয়ারল্যান্ড