বর্ষা এলেই নদীর পার ভাঙে আর গরে
নদী পারের মানুষ গুলো প্রাণের ভয়ে মরে।
একটি দেশ বাঁচাবে বলে অন্য দেশকে মারছো,
এমন করেই নতুন ভাবে দেশ নাকি গরছো,

ভাবছো তুমি ভাবছো।।

আঁধার রাতে ঝড়ের নামে বাঁধের দুয়ার খুলছো,
নোংরা খেলায় মত্ত হয়ে নিরিহ মানুষ মারছো।
নরম চেয়ার আর বালিশে ভুরি ভোজ করছো,
এমন করেই দিন যাবেনা সেই কথা কি ভাবছো।

ভাবছো তুমি ভাবছো।।

রাজ আসনে বসে তুমি কুটিল চোখে হাসছো,
আম জনতার নজর থেকে বাঁচবে তুমি সেই কথাটা ভাবছো,
পূজোর নামে প্রাণী কে তুমি মাতা বলেই ডাকছো,
সেই মাতা আজ বানের জলে রুদ্ধ শ্বাসে প্রাণে মনে তার খবর কি রাখছো।

ভাবছো তুমি ভাবছো।।

ভাবছো তুমি মহা জ্ঞানী ভান্ডারে নাই তার অভাব,
আসল কথা বোকা তুমি বোকায় বাস করছো।
মনে রেখো আমরা স্বাধীন আমরাই দেশ গরছি
আঁধার রাতে মারবে তুমি সেই ভয় না করছি।