"একদিন টাকা দিয়ে টাকা কিনবো, যতটা কিনলে টাকা না ফুরায়।

সেই টাকা দিয়েই হারিয়ে যাওয়া অনুভূতি, ফুরিয়ে যাওয়া সময় আর থেমে থাকা নিঃশ্বাস টাও কিনবো।

একদিন টাকা দিয়ে টাকা কিনবো, তারপর _তারপর

ফেলা আসা শৈশব, চলে যাওয়া কৈশোর কিনবো।"

তারপর কিনবো সোনালী দুপুর,
আলসেমি ভরা বিকেল,
রঙিন সন্ধ্যা, আর নরম চাঁদের আলো।

মায়াবী রাত, স্বপ্নময় প্রহর,
চোখের জল, হাসির ঝিলিক,
আর হারিয়ে যাওয়া ভালোলাগার মুহূর্তগুলোও কিনবো।

কিনবো স্কুলের বেঞ্চ,
বন্ধুরা মিলে শেয়ার করা টিফিন,
শিক্ষকের বকুনি আর
ফিরে পাওয়া পুরনো দিন।

প্রথম প্রেমের অনুভূতি,
হারিয়ে যাওয়া চিঠি,
লাজুক হাসি আর
অকারণে হৃদয়ের স্পন্দনও কেনার বড্ড শখ আমার।

এভাবে কিনতে কিনতে হয়তো ফিরিয়ে আনতে পারবো
আমার ফেলে আসা সবকিছু,
তবে জানি, টাকায় কিনতে পারবো না
সেই অনুভূতির সত্যতা,
যা হারিয়ে গেছে সময়ের স্রোতে।

কিন্তু তবুও স্বপ্ন দেখি,
একদিন টাকা দিয়ে টাকা কিনবো,
যতটা কিনলে টাকা না ফুরায়।
নিজের সকল স্বপ্ন অনুভূতি পূণরায় ফিরেয়ে পেতেই
আমি একদিন টাকা দিয়েই টাকা কিনবো।"