আমার শূন্যতার আকাশে এক ফালি পূর্ণতার চাঁদ ওঠে
আমার মরু ময় বুকে প্রাপ্তির তৃষ্ণা মেটে।
আমার জল ছোঁয়া চোখে হাসির খেলা জাগে
আমার ভাঙা মন নতুন করে জোরা লেগে, নতুন রূপে সাজে।
আমার ভাঙা ডিঙে, ছেড়া পাল, কতো জনে খোঁজে,
আমার হাহাকার ময় রাত ভোরের আলো দেখে।
আমার ফুরিয়ে যাওয়া কথা হারিয়ে যাওয়া হাসি
নতুন করে বলে যায় এইতো আছি খুব কাছাকাছি।
আমার থেমে থাকা শ্বাস, হারাবার ভয়, মনে জমা রাগ, ফু্রিয়ে যাওয়া আবেগ
সব বলে ভয় নেই আমি ছিলাম, আমি আছি।
আমার চলতি পথে হোঁচট খাওয়া, হোঁচট খেয়েই পরে যাওয়া
মনে করিয়ে যায় এসব ফুরাবার নয় সামনের পথ চলা এখনও অনেক বাকি।
আমার শুন্যতার আকাশে এক ফালি পূর্ণতার চাঁদ ওঠে।
#শূণ্যতায়_পূর্ণতা
#শুভ্রা_আফরোজ ✍️