আপনি ফিরবেন না জাইনাও আপনের জন্যি অপেক্ষা করি
কেন করি জানেন? জানি জানেন না,
আপনি তো কইয়া দিছেন আপনার জন্যি অপেক্ষা না করতি
তয় বিশ্বাস করেন, আপনার জন্যি এই অপেক্ষার প্রহর টুকুন ও না আমার ভাল্লাগে,
আপনি ফিরবেন দুইডা কতা কইবেন এই জন্যিই অপেক্ষা করি।
বিশ্বাস করেন আপনার জন্যি অপেক্ষা করতি আমার না কষ্ট হয় না,
তয় যহন আপনি আমার অপেক্ষার পালা শ্যাষ না কইরা ফেরেন না,
আপনার সাতে কতা কওনের সুজুগডা দেন না..
আমার কষ্ট ডা তো তহন হয়।
এই যে আপনি কইলেন_ব্যাডা গো জন্ম হইছে অপেক্ষা করনের জন্যি, মাইয়া গো জন্যি না,
অথচো, অথচো আপনি জানেন ই না যে আপনার জন্যি
দূর দ্যাশে এডা মাইয়াই অপেক্ষা করতাছে।
আপনারে নিয়ে স্বপ্ন সাজাইছে, আপনার জন্যি নিজেরে নতুন কইরা, নতুন ভাবে সাজাইছে।
আপনি জানলেন না যে, এডা মাইয়া মাইনষেই মেলাডি সময় নিয়া, অপেক্ষা কইরা আপনার ভালো থাকার প্রার্থনা করে যাইতেছে।
আপনি তো জানেন না আপনার কিসে ভালো লাগে আর কিসে মন্দ,
তয় আপনি কিন্তু ঠিকই জানেন যে_ যারে আপনার জন্যি অপেক্ষা করতি মানা কইরা দিছেন
সেয় কহন ভালো আর কহন মন্দ থাকে।
আপনি তো কইয়াই সারা_ আমার জন্যি অপেক্ষা করবানা
কিন্তু আপনি তো জানলেন না যে_ ঐ অপেক্ষার জন্যি আমার কতডা শান্তি লাগে।
আপনি আমার প্রিয় মানুষ, আমার মায়ার মানুষ ডা তো আপননিই,
আপনার জন্যি আমার অপেক্ষার প্রহর শ্যাষ হইয়া ও শ্যাষ না হোক,
আপনার ফিরে আসার পর আমার আবার নতুন কইরা অপেক্ষার পালা শুরু হোক।
আপনার জন্যি আমার অপেক্ষার প্রহর দীর্ঘ না হোক।