সম্পর্ক না থাকলেও সম্পর্ক তৈরি হয়ে যায়
কখনো সে সম্পর্কের নাম হয়, তো কখনো তা বেনামি‌।
বেনামি এই সম্পর্ক গুলো হৃদয়ের গভীরে তার জায়গা বানায়,
বেনামি এই সম্পর্ক গুলোর স্মৃতি সব সম্পর্কের চেয়ে আলাদা হয়।

একটা মজার বিষয় হলো, নাম দেওয়া সম্পর্ক গুলো তে নামের মতোই আচরণ করতে হয়
আর নাম না দেওয়া এই সম্পর্কের আচরণের সুতো থাকে না,
কখনো রাগ, কখনো মান-অভিমান হয় আবার কখনো তা বিশ্বাসের সাথে জুড়ে যায়।

আমরা আমাদের আপন জনদের সাথে যা বলতে পারি না
এখানে খুব সহজেই তা বলে যাই, নিজেকে আড়াল করতে হয় না,
এখানে কখনো বন্ধু, ভাই, কখনো শিক্ষক, ছাত্র আবার প্রিয়র মতো একটা শব্দ জুড়ে যায়।

এখানে কতটা দিলাম কতটা পেলাম সে সবের হিসেব কষা হয় না
এখানে ভালো-মন্দ, সুখ-দুঃখ কখনো ভাগ করে নিতে বলা হয় না,
দেওয়া এবং নেওয়ার কথাটা বলে জাহির করতে হয় না
ভুল বা সঠিক ধরিয়ে দিতে দ্বিধাবোধ হয় না।

এখানে সফলতার খুশিতে কান্না আসে, ব্যর্থতায় মনে সাহস জুগিয়ে যায়,
এখানে অবহেলার অভিযোগ ওঠেনা একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ বয়ে আনে না,
এখানে শুধু একটা জিনিস এরই ভয়, আর তা হারোনোর।

ভয় হয় যদি নামহীন এই সম্পর্ক টা চলতি পথে হারিয়ে যায়!
ভয় হয় যদি খুব রাতে ঘুম ভেঙ্গে অকারণে সেই মানুষটাকে আর ম্যাসেজ দেওয়া না হয়!
ভয় হয় কথা গুলো যদি বদ্ধ হয়ে যায়! ভয় হয় যদি চলতি পথ থমকে যায়!
ভয় হয় যদি নিজের একটা কথার স্থান হারিয়ে যায়!

তাই নামহীন এই সম্পর্ক গুলো সুন্দর হয়, সুন্দর হয় এক একটা মুহূর্ত,
সুন্দর হয় প্রতিদিনের কথা বলা, পথ চলা জানা অজানায় থাকা টুকরো স্মৃতি গুলো।
যা আগামী দিনের চলতি পথে মনে করিয়ে হাসিয়ে যায়
যা আগামীর পরাজয়ে উঠে দাঁড়ানোর সাহস এনে দেয়,
আগামীর ভাবনা গুলো কে সুন্দর থেকে সুন্দরে তৈরি করে।
তাই নামহীন এই সম্পর্কে অহম থাকে না, থাকে না জটিলতা
যা থেকে যায় এই সম্পর্কে তা ভয়, হারানোর ভয়।

#নামহীন সম্পর্ক
#শুভ্রা আফরোজ