আমি আবার কথার শহরে বোবা হবো
আমার কথার দুয়ারে আবার ঝুলন্ত থাকবে কোষাগারের মতো কোন এক তালা,
আমি চেনা শহরের মাঝে আবার অচেনা হবো
চলতি পথের চেনা মুখ গুলো হাজার লোকের ভিড়ে দেখলেই নিজেকে লুকিয়ে নিবো।
আমার শব্দ মালা হারিয়ে যাবে, আমি নিজেকে হারিয়ে নিবো।
তবুও কোন এক শিশির ভেজা ভোর বা রাতের শেষ প্রহর হলেই
হারিয়ে যাওয়া আমি খুব আঁধারে নিজেকে খুঁজে পাবো।
সেখানে নতুন করে হারানোর ভয় থাকবেন না আর না তো প্রাপ্তিতে অপ্রাপ্তির শুন্যতা।
সেখানে আমার আমি টাকে নতুন রূপে নতুন করে সাজিয়ে নিবো,
দিনের আলো ফোটার আগেই আবার আঁধার রাতে তলিয়ে যাবো,
আমার বুকে জমা রাগ, চাপা অভিমান আর নিরবে ঝড়া অশ্রু কনায়।
আমার ভুল গুলো একটু একটু করে গুছিয়ে নিবো
পরে যাওয়ার ভয়ে উঠে দাঁড়াতে না পারলেও নতুন স্বপ্নে উঠে দাঁড়াতে চাইবো না।
নতুনের নতুনত্বে দেখে যাবো পুরানো আমি টাকে লুকিয়ে রেখে খুব সংগোপনে।
আমি আবার হারিয়ে যাবো, নিজেকে লুকিয়ে নিবো
আমার কথার দ্বারে ঝুলবে কোষাগারের মতো কোন তালা,
আমি নিরবে নিশ্চুপে নিশুতি রাতে কোন এক প্রহরে হারিয়ে যাবো।