একটা চিঠির জন্য আমার কতো অপেক্ষা, কতো চেয়ে থাকা,
কখনো তীর্থ কাক, ক্লান্ত পথিক তো আবার কখনো চাতক পাখির মতো তাকিয়ে থাকা।
আচ্ছা একটা চিঠিই তো,
লিখতে কতটা সময় লাগবে আপনার?
খুব বেশি হলে না হয় এক আধ ঘণ্টা এই ই তো,
আপনার চিঠি তবুও আসে না, এই সময় টুকু ফুরিয়ে আমার কাছে ধরা দেয় না।
আচ্ছা একটা চিঠিই তো,
তার জন্য কেনো এতোটা আকুলতা নিয়ে থাকতে হয়?
কেনো এতোটা চাওয়া নিয়ে অপেক্ষা করতে হয়?
কি এমন থাকে চিঠিতে? গুটি কয়েক শব্দই না হয়!
একটা চিঠিই তো,
কেনো সেটা না পেলে মনে অভিমান চোখে জল জমা হয়?
কি কারণে রাগ গুলো পালাক্রমে বারবে আর পাহাড় সম কষ্ট বুকে এসে বাসা বাঁধবে?
একটা চিঠিই তো নাকি, তার জন্য কেনো এতো শূন্যতা।
কিশোরী মনের রঙিন স্বপ্ন আঁকে একটা চিঠি
একাকিত্বের বিষন্নতা দূর করতে পারে একটা চিঠি,
একটা চিঠিই পারে ধুলো জমা অতীত স্মৃতির কথা গুলো তে ধুলো ঝেড়ে নতুন করে মনে এনে অনুভব করতে,
কিশোরি মন থেকে ঐ যে কুঁচকে যাওয়া শরীরে চামড়ার
মানুষ গুলো বোঝে,
চিঠি যে পেলো সেই জানলো একটা চিঠির কতটা মূল্য,
শাড়ি চুড়ি ও আর এতোটা যত্ন আদি কোই পেলো যে যত্ন টা একটা চিঠি পেলো।
আলমারিতে ভাঁজ করে খুব যত্নে করে যে শাড়িটা রাখা আছে, তার ভাঁজে চিঠি আছে,
গোপনে রাখা গয়নার যে বক্স টা আছে তার মাঝেও যত্নে রেখে দেওয়া একটা চিঠি আছে।
একটা চিঠি যা মনের জমানো কথা গুলো বলে দেয়, খবর নেয় প্রিয়জনের কিছু প্রয়োজন কি-না,
তেমনি জানতে চায় এ জীবনে সে ছাড়া আর আপন কেউ আছে কি-না,
একটা চিঠি....একটা চিঠিই তো!!

#চিঠি
#শুভ্রা_আফরোজ