আকাশনীলা, মনে আছে তুমি বলেছিলে সাঁঝের আকাশ টা তোমার কি দারুন দেখতে লাগে!
সূর্য ডোবার আলোক রেখা তোমার হৃদয়েও লাল কমলা রঙের আলো ছড়িয়ে পারে।
নীল আকাশ টা তোমার ভীষণ রকমের প্রিয়, সেখানে কালো মেঘের আনাগোনা হলেই মনটা কেমন খারাপ হতো।
তুমি সাদায় শুভ্রতা বলে, সাদা মেঘের ভেলা টাকেই ভালোবাসলে নিজের চেয়ে ও বেশি ভালোবাসলে।
তোমার নাম নীলা বলেই আমায় আকাশ নামে ডাকতে, সুযোগ বুঝে আমি ও তোমায় আকাশনীলাই ডাকি।
এতো খারাপের মাঝেও শেষ বিকেলের মেঘলা আকাশ তোমার খুব প্রিয় হলো।
ঠান্ডা স্নিগ্ধ হিমেল হাওয়ায়, তোমার খোঁপাহীনা কেশ গুলো, নিজের স্বাধীনতায় উড়ে বেড়াত।
আদায় বানানো লাল চা আর ঠান্ডা হাওয়া তুমি বেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে।
খোলা আকাশের নিচে শুয়ে ঐ দূর আকাশের ভেসে যাওয়া মেঘ গুলো দেখে আপন মনেই হাসতে।
কালো মেঘে তোমার মনটা বিষন্নতা থেকে বেরিয়ে আসতো নির্মিশেষে।
আকাশনীলা, তুমি বদলে গেলে! হঠাৎ করেই তোমার ভালোবাসা বদলে গেল।