মনের দরজা দিলাম খুলে রাখবো না তোমায় ধরে । দেখবো না পিছন ফিরে চাইবো না মনের ভুলে ।। দেখবো না স্বপ্ন তোমায় নিয়ে , থাকবো না পুরনো স্মৃতির ভীড়ে । রাখবো না এ বুকে কোন আশা ,বাঁধবো না আর কোন কল্পনার বাসা ।। চলে যাবো হ্দয় থেকে আস্তে আস্তে তোমায় ছেড়ে সূর্য ও অস্ত যায় চলে আমি ও যাবো দিনের শেষে ।। যাবো অন্ধকারের মধ্যে হারিয়ে চলে যাবো সব নিয়ে । যা কিছু করেছে আঘাত মন ভরিয়েছে শুধু বিষ্নন্নতায় ।। চলে যাচ্ছি তাই তোমায় ছেড়ে আসবো না ফিরে ভালোবাসা পেতে । এই আমি শেষ কথা বলে চলে যাচ্ছি তোমার থেকে দূরে ।।.....................
কবিতাটি ৭৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৪/০৬/২০১৪, ০৮:৩৭ মি:
মন্তব্যসমূহComments
এখানে এপর্যন্ত ৪টি মন্তব্য এসেছে।